যুবসমাজকে সঠিক পথ দেখাতে খেলাধুলার আয়োজন বাড়াতে হবে

গাংনী বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমএ খালেক

 

গাংনী প্রতিনিধি: যুবসমাজকে সঠিক পথ দেখাতে খেলাধুলার আয়োজন বাড়ানোর আহ্বান জানালেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গতকাল রোববার বিকেলে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। ফাইনালে পৌরসভার ৩ নং ওয়ার্ড ফুটবল দল ১-০ গোলে ৪ নং ওয়ার্ড ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথির বক্তৃতায় এমএ খালেক আরো বলেন, খেলাধুলার সফলতার মধ্যদিয়ে একটি জাতি বিশ্বের দরবারে মর্যাদার আসন পায়। বর্তমান সরকার খেলাধুলার প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এর মধ্য বিশ্বের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। তাই নতুন খেলোয়াড় তৈরি ও যুবসমাজকে রক্ষায় খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে গ্রাম থেকে শহরের সবধানেই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

দীর্ঘদিন পরে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্ট তাই শহরের ফুটবলপ্রেমীদের আগ্রহ একটু বেশিই দেখা গেছে। অবশ্য কমতি ছিলো না দূর-দূরান্তের দর্শকদের। প্রতিটি খেলায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিতির পাশাপাশি গতকালের ফাইনালে ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়। নানা আয়োজনের মধ্যদিয়ে দৃষ্টিনন্দন পরিবেশে ফাইনাল খেলা শুরু হয়। আর শুরুতেই হোঁচট খায় ইয়াং স্টার ক্লাব। দুই মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে বানিয়ে দেয়া বলে ৩ নং ওয়ার্ড দলের অন্যতম স্টাইকার সেলিমের হিটে বল গড়ায় প্রতিপক্ষের জালে। গোল পরিশোধে মরিয়া ইয়াং স্টার। এর কিছুক্ষণ পরে সেলিম আরেকটি সুযোগ সৃষ্টি করলেও তা রুখে দেন গোলকিপার। শুরু হয় উভয় দলের খেলোয়াড়দের বল দখলের তুমুল লড়াই। অনেকটাই পরিচ্ছন্ন খেলা উপভোগ করেন দর্শকরা। কিন্তু আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকলেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। খেলার ধারাবিবরণী প্রদান করেন প্রভাষক মহিবুর   রহমান মিন্টু, আলাল উদ্দীন রিন্টু ও আসলাম বেগ।

গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাকসেস বয়েজ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ওসি) আনোয়ার হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির সহসভাপতি পৌর প্যানেল মেয়র নবীর উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুজামান ডাবু, যুগ্ম সম্পাদক ও ইমারত নির্মান শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, ইমারত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, কাউন্সিলর বদরুল আলম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আসাল উদ্দীন, এনামুলসহ আয়োজক ক্লাবের তরুণ সদস্যবৃন্দ। খেলা পরিচালনা করেন রেফারি ফারাহ হোসেন লিটন, সহকারী রেফারি আহসান হাবিব ও আব্দুল মাবুদ। চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার ও রানারআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a comment