যাত্রীসাধারণ চরম বিপাকে : মেটেনি চুয়াডাঙ্গা-কালীগঞ্জ বাসমালিক সমিতির দ্বন্দ্ব

 

হাসাদাহ প্রতিনিধি: দীর্ঘ কয়েকদিনন ধরে চুয়াডাঙ্গা-কালীগঞ্জ রুটে মোটরশ্রমিকের দ্বন্দ্বের কারণে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। গত ২৫ অক্টোবর জীবননগর থেকে জিন্নাহনগর রোডে সিএনজিচালকদের সাথে কালীগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তারই জের ধরে আজ দীর্ঘ ১১ দিন যাবত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যেমন চুয়াডাঙ্গা মালিক সমিতির শেষ সীমানা হাসাদাহ থেকে ও কালীগঞ্জ মালিক সমিতির শেষ সীমানা হাসাদাহ থেকে ফেরত যাচ্ছে। এই বিষয়টি নিয়ে যাত্রীসাধারণ ও স্বানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান যে, এই মোটরশ্রমিকের হেলপার ও কন্ট্রাক্টর তারা যাত্রীসাধারণের সাথে এমন ব্যবহার করছে যা অবাক করার মতো দৃশ্য। এই বিষয়টি নিয়ে গত কয়েক দিন আগে উভয় শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে কথা বললে তারা বলেন ৩১ অক্টোবর এই বিষয়টি নিয়ে বসে সমাধানের কথা থাকলেও তারা সেটা করেনি তাই যাত্রী সর্বসাধারণ মনে করেন যে, তাদের সময়ের বা কথার কোনো মূল্য নেই। বিষয়টি নিয়ে কালীগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারি ও চুয়াডাঙ্গা মালিকসমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বললে তারা জানান, খুব শীগ্রই বিষয়টি নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।

 

Leave a comment