মেহেরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে শাহাদৎ হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আমঝুপি-পোড়াপাড়া সড়কের ইসলামনগর মাঠে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা একটি রেজিস্ট্রেশন বিহীন টিভিএস মোটরসাইকেল ও নগদ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে দাবি তার পরিবারের। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শাহাদৎ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি  গাংনী উপজেলার ঢেপা পাঙ্গাসীপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

আহত শাহাদৎ হোসেনের বন্ধু রঙমিস্ত্রি রফিজুল জানান, রাতে একটি পালসার ও একটি টিভিএস মোটরসাইকেল যোগে তারা দুজন আমঝুপি থেকে ঢেপা গ্রামের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ইসলামনগর মাঠের কাছে পৌঁছুলে একদল সন্ত্রাসী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শাহাদৎ হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এক পর্যায়ে তাদের কাছে থাকা নগদ ৩৮ হাজার টাকা ও টিভিএস মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহাদৎ হোসেনকে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু এহসান রাজু জানান, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় রড দিয়ে পেটানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে শাহাদতের স্ত্রী জানান, সন্ধ্যায় তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন। এ সময় হাঠৎ একটি ফোন আসলে স্বামী শাহাদৎ হোসেন ও তার বন্ধু মোটরসাইকেলযোগে আমঝুপির  উদ্দেশে রওনা দেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বিষয়টি ছিনতাই না পূর্ব শত্রুতার জের তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। দোষিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

Leave a comment