ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা কালু শেখ ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল রোববার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি টানা তিন মাস ধরে হৃদরোগসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবরিকসূত্র বলেছে, চুয়াডাঙ্গা বাগানপাড়ার মৃত আফসার আলীর ছেলে কালু শেখ মহান মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টরের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা কালু শেখ তিন মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুখবর ছড়িয়ে পড়লে অনেকেই শেষবারের মতো একবার দেখতে তার বাড়িতে উপস্থিত হন। বিকেল সাড়ে ৪টায় পুরাতন গোরস্তান মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে তাকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান চুয়াডাঙ্গা জেলা আ.লীগের পক্ষে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাবেক পৌর মেয়র জেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের পক্ষে কমান্ডার আবু হোসেন, সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক, ডেপুটি কমান্ডার শহিদ হোসেন খান ও সদর উপজেলা কমান্ডার আ.শু বাঙালিসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে নামাজের জানাজা শেষে পুরাতন কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা কালু শেখ ঠিকাদার আব্দুস সালামের বাবা। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কালু শেখের মৃত্যুতে জেএসডি নেতা তৌহিদ হোসেন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, বীর মুক্তিযোদ্ধা কালু শেখ আমাদের খুব কাছের মানুষ ছিলেন। কালু শেখ সাংবাদিক সাইফ জাহানের নিকটাত্মীয়।