বাজার গোপালপুর প্রতিনিধি: বখাটে আতঙ্কে ভুগছেন ঝিনাইদহের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের অভিভাবকেরা। গত এক সপ্তাহে ঝিনাইদহ সদর উপজেলার এক বখাটেকে গুলি বিদ্ধ অবস্থায় গ্রেফতার, একজনকে কারাদণ্ড ও একজনকে গ্রাম শালিসে ক্ষমা প্রার্থনা এবং কানধরে ওঠবস ও বখাটে এক যুবক প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে বিষ পামে আত্মœহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। তবে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুললে সামাধান আসবে বলে আশা করছে সচেতন মহল।
পুলিশ ও গ্রামবাসীসূত্রে জানা গেছে, প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার লিটু নামের এক বখাটে স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে লিটুকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার মূলহোতা নৃসিংহপুর গ্রামের পাতা মিয়ার ছেলে। মামলার পর লিটুর ২ সহযোগী রুহুল আমিন ও রুপাকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে লিটুকে গ্রেফতারের জন্য নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু পালিয়ে যাওর জন্য পুলিশকে লক্ষ্য করে দুটি হাত বোমা ছুড়ে মারে। আত্মœরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। সে সময় তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৩টি বোমা ও ছুরি উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, ৫ম শ্রেণির ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় রাসেল হোসেন নামের এক বখাটেকে হাতেনাতে আটক কারা হয়। রাসেল হোসেন সদর উপজেলার গয়েসপুর গ্রামের তোবারক হোসেন মণ্ডলের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
একই উপজেলায় প্রেম প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে নিশিত নামের এক বখাটে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করে। সে সময় স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিলো। এ ঘটনায় গ্রাম্য সালিসে নিশিত ক্ষমা চেয়ে ও পনের বার কানধরে ওঠবস করে পার পেয়েছেন। সে উপজেলার শ্রীপুর গ্রামের নৃপেল হাওলাদারের ছেলে।
অপরদিকে, প্রেম প্রস্তার প্রত্যাখ্যান করায় সদর উপজেলার ধোপাবিলা গ্রামে সবুজ হোসেন নামের এক বখাটে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সবুব হোসেন ধোপাবিলা গ্রামের মহাতাপ উদ্দিনের ছেলে। একের পর এক বখাটে উৎপাত বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের অভিভাবকেরা আতঙ্কে ভুগছেন। এখনই সামাজিকভাবে সচেতনতা গড়ে তুললে এর সামাধান আসবে বলে আশা করছে সচেতন মহল।