ফিফা বর্ষসেরার তালিকায় মেসি সুয়ারেজ নেইমার রোনালদো

 

মাথাভাঙ্গা মনিটর: ২০১৬ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় যথারীতি আছেন বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশ বার্সেলোনার অপর দুই তারকা লুইস সুয়ারেজ ও নেইমারতো আছেনই। এবার অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্বরেকর্ডধারী চুক্তিভুক্ত খেলোয়াড় পল পগবা ও আতলেটিকোমাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকার এন্টোনিও গ্রিজম্যানকে নিয়েও আলোচনা শোনা যাচ্ছে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া লিস্টার সিটির চেলসি থেকে আসা মিডফিল্ডার এনগোলো কান্টের পাশাপাশি রিয়াদ মাহরেজ ও জেমি ভার্দি ও ওয়েস্ট হ্যামের ফ্রেঞ্চ স্টাইকার দিমিত্রি পায়েটও আছেন। তবে সবাইকে পেছনে ফেলে আরেকবার ফেবারিটের তকমা ইতোমধ্যেই গায়ে লাগিয়ে ফেলেছেন রিয়াল সেনসেশন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয়বারের মত নিজেকে রিয়ালের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার পরে ইউরোতে পর্তুগালকে শিরোপা লাভে তার ভূমিকা ছিলো সর্বাগ্রে। রোনালদোর সতীর্থ গ্যারেথ বেলও অবশ্য আছেন এই তালিকায়। ইউরো সেমিফাইনালে ওয়েলসকে নিয়ে যাবার অন্যতম দাবিদার তো তিনিই। তবে সেমি ফাইনালে পর্তুগালের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিলো ওয়েলসকে।  আগামী ৯ জানুয়ারি জুরিখে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। একইসাথে বছরের সেরা কোচকেও পুরস্কৃত করা হবে। এই তালিকায় ফ্রেঞ্চ বস দিদিয়ের দেশ্যম ও রিয়াল কোচ জিনেজিন জিদান বেশ খানিকটা এগিয়ে রয়েছেন।  ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।