নতিডাঙ্গা আবাসনে বিদ্যুত সংযোগের দাবি করেছেন সেখানকার বাসিন্দারা

 

বাড়াদী প্রতিনিধি: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সরকারিভাবে থাকার জায়গা আবাসন প্রকল্প। এ ধরনের একটি আশ্রয়ণ অবস্থিত আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে। প্রায় ৮ বছর আগে ২ প্রকল্পের আবাসনটি সরকারি উদ্যোগে স্থাপিত হয়। এখানে রয়েছে ১৬টি ব্যারাক। বসবাস করছে শতাধিক পরিবারের কয়েকশ মানুষ। এখানে আছে বেশ কিছু স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। দিন গড়িয়ে সন্ধ্যা নামলেই এখানকার অধিকাংশ পরিবার তেলের কুপি নিভিয়ে শুয়ে পড়ে। নিরুপায় শিক্ষার্থীরাও ঘুমিয়ে পড়ে। এ কারণে তাদের কাঙ্ক্ষিত লেখাপড়া হয়ে ওঠে না। এখানকার বাসিন্দা কয়েকজন অভিভাবক জানান, আবাসনঘেঁষা মাথাভাঙ্গা নদী। তাই শিশুদের নিয়ে অনেকেই চিন্তায় থাকে। তাই সন্ধ্যার পর নজরে নজরে রাখতে হয়। খেলাধুলার সুযোগও তেমন পায় না তারা। বিদ্যুত থাকলে লেখাপড়ার পাশাপাশি শিশুরা বিনোদনেরও সুযোগ পেতো।  নতিডাঙ্গা আবাসনে যাতে বিদ্যুত সংযোগ দেয়া হয় সে ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a comment