জীবননগর পৌরসভায় বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি টগর
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে এ ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। নাম ফলক উন্মোচনের পর তিনি দৈনিক মাথাভাঙ্গার একাধিক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান পৌর মেয়র জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ার ৬ মাসের মধ্যে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। ওয়াটার সাপ্লাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মেয়র নিজে উদ্যোগী হয়ে আমার সহযোগিতা নিয়ে মন্ত্রণালয়ে পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেয়ার জন্য যোগাযোগ করছে। গত ৬ মাসের খ শ্রেণির একটি পৌরসভায় যে ধরনের উন্নয়ন হয়েছে। অনেক স্থানের ক শ্রেণির পৌরসভাতে এমন উন্নয়ন হয়নি। প্রধান অতিথি বলেন, মেয়র তার সহযোগিতা চাইলে তিনি জীবননগর পৌরসভায় অনেক উন্নয়ন করবেন।
ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান ও হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন জালালসহ পৌরসভার কাউন্সিলরগণ, সূধী ও পৌরসভার বিশিষ্ট নাগরিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স ৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৯৯২ টাকা চুক্তিমূল্যে ৪ তলা এ ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।