চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি কার্যক্রম : শনিবার বন্ধ

 

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন পর্যায়ে চালের পর শহরের মানুষের জন্য আটা বিক্রি কর্মসূচি শুরু হয়েছে। গত অক্টোবর মাসের ১৮ তারিখ থেকে শনিবার বাদে প্রতিদিন হতদরিদ্র এক ব্যক্তি ৫ কেজি পরিমাণ আটা ১৭ টাকা কেজি দরে কিনতে পারবেন। এজন্য জেলার ৪ পৌরসভার মধ্যে শুধুমাত্র চুয়াডাঙ্গা পৌরসভায় খাদ্য বিভাগ ৯টি ওয়ার্ডে ৯ জন ডিলারের মাধ্যমে এই কর্মসূচি চালু করেছে।

চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদফতরের ৯ জন ডিলারের মাধ্যমে আটা বিক্রি কার্যক্রম চালু করেছে। ১ নং ওয়ার্ডে কেদারগঞ্জ বাজারের আদম আলী, ২ নং ওয়ার্ডে মুন্সিপাড়ায় মনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ডে কোর্টপাড়ায় জাভেদ মো. রফিজ খান, ৪ নং ওয়ার্ডে ফেরিঘাট রোডে বদরে মনির, ৫ নং ওয়ার্ডে পশুহাটপাড়ায় আলিহিম বিশ্বাস, ৬ নং ওয়ার্ডের তালতলায় আজাদ আলী, ৭ নং ওয়ার্ডের ষ্টেডিয়াম রোডে ওহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের বেলগাছিতে ইমদাদুল হক এবং ৯ নং ওয়ার্ডের গমপট্রিতে রবগুল হোসেন ডিলার নিয়োগ পেয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ জানান, শনিবার বাদে প্রতিদিন ১ মেট্রিক টন আটা প্রতি ডিলার ১৭ টাকা কেজি দরে বিক্রি করবেন। নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।