জাতীয় অধ্যাপক ডা. এম আর খান আর নেই
স্টাফ রিপোর্টার: জাতীয় অধ্যাপক ডা. এমআর খান আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল শনিবার বেলা সাড়ে ৪টার দিকে রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। এম আর খান নামে পরিচিত হলেও এই জাতীয় অধ্যাপকের পুরো নাম মো. রফি খান। দীর্ঘ তিন মাস যাবত তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। পেনশনের টাকা দিয়ে মা ও শিশুদের জন্য গড়ে তোলেন ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট। এ ট্রাস্ট থেকে শিশু স্বাস্থ্য ও শিক্ষায় অনুদান, হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং চিকিত্সাক্ষেত্রে ভালো অবদানের জন্য দেয়া হয় ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক। ২০১১ সালে এ স্বর্ণপদক পেয়েছেন কমিউনিটি মাদার এ্যান্ড চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এম এখলাসুর রহমান। শিক্ষা, চিকিত্সা, শিশুস্বাস্থ্য সুরক্ষা, দুর্গত অসহায় মানুষের সেবাসহ সমাজকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ডা. এম আর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমী স্বর্ণপদক দেয়।
রাবি শিক্ষকের আত্মহত্যা : সহকর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় একই বিভাগের জুনিয়র সহকর্মী সহকারী অধ্যাপক মোহা. আতিকুর রহমান ওরফে রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ৫টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন। রাজা বিশ্ববিদ্যারয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর আগে বিভিন্ন তথ্যেও ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রাজাকে গত বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। দীর্ঘ ৪৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদে রাজার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে শনিবার বিকেলে আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে রাজাকে গ্রেফতার করে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন বলেন, ‘গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আকতার জাহান জলির সহকর্মী আতিকুর রহমানকে আটক করে নিয়ে আসা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে প্ররোচনার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত : সংকেত বাড়িয়ে ৪
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিয়ে এ অবস্থায়ই রোববার সকালের মধ্যে বাংলাদেশের বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে সমুদ্র বন্দর এবং সাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ৩ নম্বরের পরিবর্তে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টায় আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৫শ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয় গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তরপূরাব দিকে অগ্রসর হয়ে রোববার সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হবে ‘নাদা’। এ নামটি ওমানের দেয়া। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।