গাংনীর নাজমুল হুদা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন জুগিরগোফা

 

গাংনী প্রতিনিধি: বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে মেহেরপুর গাংনী উপজেলার গোপালনগর নাজমুল হুদা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার লুৎফুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুগিরগোফা ফুটবল দল। উত্তেজনাপূর্ণ খেলায় ৪-০ গোলে হাড়িয়াদহ দলকে পরাজিত করে। খেলার শুরুতেই প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর চড়াও হয় জুগিরগোফা দলের স্ট্রাইকাররা। বল দখলের লড়াইয়ের ১৪ মিনিটের মাথায় প্রথম হোঁচট খায় হাড়িয়াদহ। জুগিরগোফা দলের অন্যতম স্টাইকার সাকিব গোল করে দলকে এগিয়ে নেন। হাড়িয়াদহ দলের সমর্থকদের মাথায় যেন বাজ পড়ে। গোল পরিশোধে মরিয়া হাড়িয়া দলের খেলোয়াড়রা সুযোগ সৃষ্টি হলেও প্রতিপক্ষের দক্ষ গোল রক্ষক তা ব্যর্থ করে দেয়। উল্টো নিজের দলের গোল রক্ষকের ব্যর্থতায় ২৩ মিনিটে আরেকটি গোল করতে সক্ষম হয় বিজয়ী দলের আশরাফুল। গোল রক্ষকের ওপর ক্ষিপ্ত হন সমর্থক ও দর্শকরা। এর দুই মিনিটের মাথায় আশরাফুল আরো একটি গোল করেন। ৩-০ গোলের ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় নামে হাড়িয়াদহ। কিন্তু ডিফেন্স, স্টাইকার ও গোল রক্ষকের ব্যর্থতায় খেলার শেষ দিকে আরেকটি গোল হজম করে মাঠ ছাড়াতে হয়। বিজয়ী দলের রিপন গোলটি করেন। খেলা শেষে তাই গোল রক্ষকের ওপর মৃদু চড়াও হয় হাড়িয়াদহ গ্রামের সমর্থকরা। অবশ্য আয়োজক কমিটির প্রতিরোধে তারা মাঠ ছাড়ে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি বড় খাসি ছাগল ও রানার্সআপ দলের হাতে একটি ছোট খাসি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ রানার্সআপ দলের ফারুক ও ম্যান অব দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের কাজলকে পুরস্কৃত করা হয়। খেলায় ধারা বিবরণী করেন প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও রাকিব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গোপালনগর গ্রামের গিয়াস উদ্দীন, আমজাদ হোসেন, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ইউপি সদস্য আবুল কালাম, সহকারী শিক্ষক জিয়াউল হক, তরুণ সংঘ ক্লাবের সভাপতি হাসিবুল ইসলাম, সদস্য কাওছার আহম্মেদ, রাকিবুল ইসলাম, খাইরুল, সেলিম, সামিদুল, আজমাইন, মিন্টু ও আব্দুল্লাহ প্রমুখ। খেলায় রেফারি হিসেবে মাহবুবুর রহমান ও সহকারী রেফারি হিসেবে আব্দুল মাবুদ এবং তাহাজ উদ্দীন দায়িত্ব পালন করেন।