কোনো ব্যবসায়ীর হাতে নয় প্রকৃত রাজনীতিকের হাতে থাকবে নৌকা

 

জীবননগর ব্যুরো: বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার বাঁকা নওদাপাড়ায় এ যোগদানসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মন্জু বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি সামরিক জান্তা ও তার দোসর বাহিনী আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেয়নি। কিন্তু তার পরিনাম ভালো হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিকামী বাঙ্গালি এ দেশ স্বাধীন করেছিলো। এর পর ঘটনা ভিন্ন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ১৫ আগস্টের কাল রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

জেলা পরিষদ প্রমাসক মাহফুজুর রহমান মন্জু আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নের কথা চিন্তা করে ২০০৮ সালের নির্বাচনে মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে কোনো ব্যবসায়ীর হাতে নয় প্রকৃত রাজনীতিকের হাতে নৌকার হাল তুলে দিতে হবে।

বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী মণ্ডলের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তূজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আলী আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস শুকুর মাস্টার, শাহাবুদ্দিন মেম্বার, আব্দুর রহমান, খায়রুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবি বিশ্বাস, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মিজানুর রমান নেনু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবজালুর রহমান ধীরু, মনোহরপুর ইউনিয়ন যুবলীগ নেতা অ্যাড. আকিমুল ইসলাম আকমান, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল বাশার টুটুল, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, যুবলীগ নেতা শফিকুল ইসলাম নান্নু ও ছাত্রলীগ নেতা আল মামুন রনি, বাঁকা ইউনিয়ন নেতা সজিব ও সুমন প্রমুখ। শেষে বাঁকা ইউনিয়ন বিএনপি নেতা বাদলের নেতৃত্বে ৪০ নেতাকর্মী প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মন্জুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেণ।