উন্নয়ন মহাসড়কে তা ধরে রাখতে পুনরায় নৌকাকে বিজয়ী করতে হবে

চুয়াডাঙ্গার কুন্দিপুরে .লীগের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি টগর

 

বেগমপুর প্রতিনিধি: আ.লীগ সরকার জনগণের সরকার। দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। আগামী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ে এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে চলেছে। বলা যায় উন্নয়ন এখন মহাসড়কে উঠে গেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আ.লীগ সরকারকে আর একবার ক্ষমতায় আনতে হবে। এর জন্য নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে একই নৌকায় উঠতে হবে। সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত জোট ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী রাত-দিন কাজ করে চলেছেন। বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশকে অনুসরণ করছে। কীভাবে একটি দেশকে এতো তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার। সরকারের নেয়া পদক্ষেপ এবং তার সুবিধা তৃণমূল পর্যন্ত পৌঁছুতে দলীয় নেতাকর্মীদের সততার সাথে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগ কর্তৃক আয়োজিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত কথা বললেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আব্দুল বারি বিশ্বাস, আ.লীগ নেতা মিজানুর রহমান, ঝন্টু, আইয়ুব আলী, ইয়ান নবী, বাবুল, আসাদুল, আতিয়ার রহমান, বাবলু মেম্বার, আব্দুল্লাহ, মতিয়ার রহমান, হাশেম গাজী, আব্দুল মণ্ডল, আনোয়ার, ফারুক, আমিরুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ প্রমুখ। এ সময় গ্রামবাসী কিছু দাবি তুলে ধরলে প্রধান অতিথি কুন্দিপুর-কুকিয়াচাঁদপুর সড়ক পাকাকরণ, গ্রামের কবরস্থানের সীমানা পাঁচিলসহ কয়েকটি উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দেন। এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে এমপি টগরকে একটি নৌকা উপহার দেন।