গাংনীর ধানখোলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আলগামনের ধাক্কায় গুরুতর আহত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র উজ্জ্বল হোসেন (৮) আলগামনের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত উজ্জল হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছেন তার স্বজনরা। এ ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগে স্থানীয়দের মাঝে জ্বলছে ক্ষোভের আগুন। উজ্জ্বল হোসেন ধানখোলা উত্তরপাড়ার ফরজ আলীর ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিদ্যালয় সংলগ্ন সড়কে শ্যালোইঞ্জিনচালিত যান আলগামনের সাথে ধাক্কায় গুরুতর আহত হয় উজ্জ্বল। স্থানীয় লোকজন আলগামনসহ চালককে আটক করে উজ্জ্বলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। কিন্তু গুরুতর অবস্থার কারণে তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও সে আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তার স্বজনরা। বিদ্যালয়ের পূর্বদিকে গাংনী-ধানখোলা সড়ক। গেট থেকে বের হলেও সড়কে পা পড়ে। এমন পরিবেশে ছোটছোট ছেলেমেয়েরা সারাক্ষণ দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকরা এ বিষয়ে উদাসীন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল দুর্ঘটনার পর এলাকায় তোলপাড়া শুরু হলেও একজন শিক্ষকও স্কুল থেকে বের হননি বলে অভিযোগ। এ কারণে শিক্ষকদের দায়িত্ব, শিশুদের প্রতি মমত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। দূর থেকে লোকজন গিয়ে তাকে উদ্ধার করলেও শিক্ষকরা কোনো ভূমিকা না রাখায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। শিক্ষকদের উদাসীনতা ও দায়িত্বে অবহেলার প্রতিকার দাবি করেছেন তারা।

এদিকে সহকারী শিক্ষিকা শাহনাজ খাতুনের প্রতি বিশেষ অভিযোগ করে এলাকার ভুক্তভোগীরা অভিযোগ করেন, তিনি স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় সরকারি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। ইচ্ছেমতো সময়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করেন। শাহনাজসহ সকল নারী শিক্ষকদের পাঠদানের প্রতি অনীহা রয়েছে। বিদ্যালয়ে কোনো পুরুষ শিক্ষক না থাকায় বিশৃঙ্খলা বিরাজ করছে। ধ্বংস হতে চলেছে শিক্ষার পরিবেশ। তাই দায়ী শিক্ষিকাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও বিদ্যালয়টি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a comment