স্টাফ রিপোর্টার: যশোরে অভয়নগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্যসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। একই সাথে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক সংসদ সদস্য এমএম আমিনউদ্দিন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু ও অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক রয়েছেন। রায়ে চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ আগস্ট রাত ১০টার দিকে বোমা হামলায় নিহত হন অভয়নগর উপজেলার তত্কালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকরাম আলী মোল্লা।