সকলের সহযোগিতায় গড়ে উঠবে ভিক্ষুকমুক্ত সমাজ

চুয়াডাঙ্গার বেগমপুর ইউপি পরিষদে ভিক্ষুকমুক্তকরণে মোটিভেশন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় ইউপি হলরুমে ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভিক্ষুক ও বিত্তবানদের নিয়ে মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি বলেন, সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একদিন ভিক্ষুকমুক্ত সমাজ গড়ে উঠবে। কারণ ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ। আমরা আমাদের সমাজটাকে সে অভিশাপ থেকে বাঁচাতে চাই। বিশেষ অতিথির আলোচনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান বলেন, প্রতিবেশী ভিক্ষার ঝুলি নিয়ে অন্যের কাছে গিয়ে ভিক্ষা চাইবে এটা নিজের জন্য খুবই লজ্জার। কারণ আমরা প্রতিদিন ভোগ বিলাসে অনেক অর্থ ব্যয় করি। তার থেকে দশে মিলে সামান্য কিছু অর্থ একত্রিত করে একজন ভিক্ষুককে পুনর্বাসন করা কঠিন কোনো কাজ না। প্রয়োজন শুধু সদিচ্ছার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ। ইউপি সচিব মাসুদ রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের বিত্তবানেরা। উল্লেখ্য, তথ্যমতে বেগমপুর ইউনিয়নে ১২২ জন ভিক্ষুকের তালিকা প্রস্তুত করা হয়েছে।