আচরণবিধি লঙ্ঘনের জন্য বেন স্টোকসের জরিমানা

 

স্টাফ রিপোর্টার: মিরপুর টেস্টে সাব্বির রহমানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কারণে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.১.১ ধারা লঙ্ঘন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইসিসি। তৃতীয় দিন গত রোববার সাব্বিরের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন বেন স্টোকস। ফিল্ড আম্পায়াররা বার বার নিষেধ করলেও স্টোকস বিরত হননি। তার বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন কুমার ধর্মসেনা, এস রভি ও থার্ড আম্পায়ার ক্রিস গাফানি। নিজের অপরাধ মেনে নেয়ায় স্টোকসের অপরাধের আর শুনানি হয়নি।

তার রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আইসিসির নিয়মানুযায়ী আগামী ২৪ মাসে যদি ৪টি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তাহলে তাকে নিষেধাজ্ঞার খড়গে পড়তে হবে। কমপক্ষে ১টি টেস্ট বা ২টি ওয়ানডে কিংবা টি টোয়েন্টি থেকে নিষিদ্ধ হতে পারেন তিনি। আইসিসির প্রথম মাত্রার আচরণ বিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি ম্যাচের ৫০ শতাংশ জরিমানা এবং সর্বনিম্ন হচ্ছে সতর্ক করে দেয়া। সঙ্গে ১টি বা ২টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়।

Leave a comment