পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করায় যুবক আটক
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করায় শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস (৩০) পবিত্র কাবা শরীফ ব্যঙ্গ করে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী রসরাজ দাসকে ধরে হরিপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। নাসিরনগর এসআই আশরাফুল জানান, গ্রামবাসী রসরাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
জবিতে প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষক বরখাস্ত
স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নৈতিকতাবিরোধী কাজ এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক শিক্ষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দেওয়ান বদরুল হাসান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক আর কর্মচারী মো. এমদাদুল হকও একই বিভাগে কর্মরত ছিলেন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে অভিযোগ তদন্তে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাসকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জবি প্রশাসন।
কমিটিকে ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ। শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ২ ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠে। ওই দিন বিকেল ৩টায় পরীক্ষা শুরু হলেও সোয়া ৩টার দিকে প্রায় অর্ধশত শিক্ষার্থী এক সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে প্রবেশ করতে গেলে দায়িত্বরত শিক্ষক ও প্রক্টোরিয়ার বডির সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় মুঠোফোনে ক্ষুদেবার্তায় উত্তর সরবরাহের জন্য ৪ ছাত্র ও ইলেকট্রিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় এক ছাত্রীকে আটক করে প্রক্টোরিয়াল বডির সদস্যরা। পরে ওই ৫ জনের বিরুদ্ধে মামলা করে সুত্রাপুর থানায় সোর্পদ করে জবি প্রশাসন। জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এবার ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ডিজিটাল বারকোড পদ্ধতি ব্যবহার করায় জালিয়াতিচক্র তেমন সুবিধা করতে পারেনি। ভর্তি পরীক্ষায় দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
গুলশান হামলার অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে গত ১ জুলাই চালানো হামলায় ব্যবহৃত অস্ত্র ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আর এটি তৈরিতে সহায়তা করেছে পাকিস্তানি অস্ত্র বিশেষজ্ঞরা। শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলায় ২০ জন নিহত হন, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। পরে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে কোলকাতা স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দাদের কাছে এসব তথ্য জানিয়েছে। ওই সন্ত্রাসী জানায়, বিহারের মুঙ্গার থেকে আগত অস্ত্র প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেয়ার জন্য পাকিস্তানের উপজাতীয় অস্ত্র প্রস্তুতকারকরা গোপনে মালদা সফর করে। সীমান্তবর্তী জেলা মালদার একটি ঘাঁটিতে একে-২২ তৈরি করা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে এসব অস্ত্র বাংলাদেশে পাচার করা হয়।