মাথাভাঙ্গা মনিটর: অভিনব এক উপায়ে মায়েদের প্রতি সম্মান জানালেন ভারতীয় ক্রিকেটাররা। নিজেদের জার্সিতে মায়ের নাম লিখে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেন ধোনি, কোহলি, রাহানেরা। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার প্লাসের একটি ক্যাম্পেইন ‘নেয়ি সোচ’ (নতুন চিন্তা) এর অংশ হিসেবে প্রথমে ধোনি, কোহলি ও রাহানে এই কাজ করেন। ধোনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তো আমি বলবো যে সবসময়ই আমি মায়ের সঙ্গে আবেগে জড়িত। কিন্তু সবসময় আমরা মায়ের ত্যাগকে সম্মান জানাতে পারি না। তাই এই ছোট প্রয়াস। তিনি আরো বলেন, ১৫ আগস্ট আসলে আমরা দেশপ্রেম প্রদর্শন করি। কিন্তু মা সবসময় আমাদের জন্য যেই ত্যাগ স্বীকার করি তার সম্মান সবসময় করতে পারি না। ধোনির জার্সির পেছনে তার মায়ের নাম দেভকি লেখা। বিরাট কোহলির পেছনে তার মা সারোজ ও রাহানের পেছনে তার মা সুজাতার নাম লেখা দেখে চোখ আটকে গেছে ভক্তদের। গত শনিবারের খেলাটি ভারত-নিউজিল্যান্ড সিরিজের অলিখিত ফাইনাল হয়ে গেছে। কিন্তু খেলার প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে যেন এ ব্যতিক্রমী সম্মান প্রদর্শনই আলোচনার অংশ নিয়েছে অনেকটাই।