ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি নির্বাচনে বিজিবি মোতায়েন ১০ কেন্দ্র ঝুকিপূর্ণ

 

কালীগঞ্জ প্রতিনিধি: বন্ধ ঘোষিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও শিমলা রোকনপুর ইউপিতে মামলা বা অন্যবিধ জটিলতার কারণে স্থগিত ইউনিয়নের নির্বাচন ৩১ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়ন করা হয়েছে। দুটি ইউপিতে বিজিবি, র‌্যাব মোবাইলটিম ও স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রায়গ্রাম ইউপিতে ১০ কেন্দ্র ও শিমলা রোকনপুরে ৯ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ৭ নং  রায়গ্রাম ইউপিতে ১০ কেন্দ্র দয়াপুর, রায়গ্রাম, বনখিদ্দা, একতারপুর, দেবরাজপুর,খামারমুন্দিয়া, আগমুন্দিয়া, দুলালমুন্দিয়া, সিঙ্গি, গোমরাইল সব কয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কালীগঞ্জ নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, শনিবার সকাল থেকে ইউপিতে নির্বাচনে নিরাপত্তা জন্য ১ পল্টুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোটা ইউনিয়নে নিরাপত্তা জোর দার করা হয়েছে।