ধানক্ষেত বাঁচাতে নাগদাহ-ভোলারদাড়ি জিকে ১৫টি খালের অবৈধ বাঁধ কাটতে গিয়ে ভোলারদাড়ির এক কৃষক প্রতিপক্ষের হাতে জখম

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নাগদাহ-ভোলারদাড়ি মাঠে জিকে ১৫ ক্যানেলে অবৈধ বাঁধ কাটতে গিয়ে ভোলারদাড়ি গ্রামের আলী কদর নামের এক কৃষককে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলারদাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত বহু কৃষক বিচার দাবিতে গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানা চত্বরে চড়াও হয়। সম্প্রতি নাগদাহ গ্রামের কতিপয় ব্যক্তি ওই ক্যানেলের উজানে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নেয়ার ফলে একই মাঠের ভাটির শ শ বিঘা ধানক্ষেত হুমকির মুখে পড়েছে।

এলাকাসূত্রে জানা গেছে, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের ১৫টি নামের খালটি আলমডাঙ্গার আটকপাট থেকে নাগদাহ-ভোলারদাড়ি গ্রামের মাঠের ভেতর দিয়ে প্রবাহিত। প্রায় ৫/৬ দিন পূর্বে নাগদাহ-ভোলারদাড়ির মাঠের ভেতরে ওই সেচ প্রকল্পের খালের উজানে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে। নাগদা গ্রামের হাতে গোনা কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি এই অপকর্ম করছে বলে অভিযোগ উঠে। অবৈধ বাঁধের ফলে একই মাঠের ভাটির শ শ বিঘা ধানক্ষেত পানির অভাবে হুমকির সম্মুখিন হয়। এমতাবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ভোলারদাড়ির আজিজুর রহমানের ছেলে আলী কদর ওই অভিশাপের বাঁধ কাটতে যায়। সে সময় নাগদাহ গ্রামের মৃত রোমের ছেলে আব্দুল মান্নান, আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস আলী ও মৃত বাদলের ছেলে ইবাদত আলী তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত আলী কদরের চিৎকারে ভোলারদাড়ি গ্রামের অন্য কৃষক ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত রক্তাক্ত জখম কৃষককে উদ্ধার করে গতকাল রাতে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে ভোলারদাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত বহু কৃষক বাঁধ অপসারণের ও কৃষক আলী কদরের ওপর হামলার বিচার দাবিতে আলমডাঙ্গা থানা চত্বরে চড়াও হয়।