দামুড়হুদায় নিউস্টার ক্লাবের আলোচনাসভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ‘মাদককে না বলুন’ এ স্লোগানকে সামনে রেখে নিউস্টার ক্লাবের উদ্যোগে খেলাধুলাকে এগিয়ে নিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা ইউপি হলরুমে নিউ স্টার ক্লাবের সভাপতি রাজধানী গার্মেন্টেসের স্বত্বাধিকারী আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুবলীগ আহবায়ক শফিউল কবির ইউসুফ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী এম. নুরুন্নবী, যুবলীগ নেতা হযরত আলী, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমরাজ উদ্দীন খোকন প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক কৃতীখেলোয়াড় ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, সাবেক মেম্বার আবুল হাশেম, রাশেদুল ইসলাম, বর্তমান মেম্বার আবু সাইদ, নিউস্টার ক্লাবের সহসভাপতি আমিনুল ইসলাম রশিদ, ক্রীড়া সংগঠক ইমান আলী, রেফারি কাজল, শাহিন ও আমিরুল। সভায় যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাফর ইকবাল ও শাহিন।

Leave a comment