ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত জাহাঙ্গীর আলম শিকদার (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর সে মারা যায়। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাপখোলা গ্রামে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য টিটু শিকদারের একজন সমর্থককে গত বৃহস্পতিবার সকালে বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যান ফারুখ বিশ্বাসের লোকজন মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাপখোলা গ্রামের জাহাঙ্গীর আলম সিকদারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর শুক্রবার তার মৃত্যু হয়।  মৃত্যুর খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।