গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মোছাব্বির হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তার বাড়ির পার্শ্ববর্তী মাহফিল অনুষ্ঠানে বৈদ্যুতিক পার্শ্ব সংযোগে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোচ্ছাবির হোসেন বাঁশবাড়িয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া মহিলা মাদরাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসা ভবন থেকে সেখানে বিদ্যুতের পার্শ্ব সংযোগ নেয়া হয়। গতকাল দুপুরে কাশেম মাইক অ্যান্ড ডেকোরেশনের লোকজন মেন সুইচ বন্ধ না করেই তার অপসারণ করছিলেন। এ সময় শিশু মোছাব্বিরও তাদের সাথে খেলার ছলে কাজ করছিলো। প্রথম দিকে লোডশেডিঙের কারণে বিষয়টি টের পাননি ডেকোরেশনের লোকজন। কিন্তু কিছুক্ষণ পরে বিদ্যুত চালু হলে তাতে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মোছাব্বির। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় গ্রামের মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ডেকোরেশন মালিকের বিরুদ্ধে ফুঁসে ওঠে গ্রামবাসী। তবে শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় মীমাংসায়।