বোলারদের আধিপত্যে ঢাকা টেস্টের ১ম দিন

 

 

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২২০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে তিন উইকেট হারিয়েছে ইংল্যান্ড। মূলত বোলারদের দাপটেই শেষ হয়েছে ঢাকা টেস্টের প্রথম ইনিংস। ইংল্যান্ডের দুই ওপেনারের উইকেট তুলে নিয়েছে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

দলীয় দশ রানের মাথায় ডাকেটকে আউট করেন সাকিব। সাকিবের বলেই মুশফিকের হাতে কট বিহাইন্ড হয়ে ৭ রানে ফিরে যান ডাকেট। এর কিছুক্ষণ পরেই দলীয় ২৪ রানে আউট হন কুক। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান। এর পরে গ্যারি ব্যালেন্সের উইকেটও নেন তিনি। মুশফিকের হাতে কট বিহাইন্ড হয়ে ফিরে যান ওয়ান ডাউনে নামা এই ব্যাটসম্যান।

দিন শেষে মইন আলী ও জো রুট ক্রিজে অপরাজিত রয়েছেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২২০ রান করে বাংলাদেশ। নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া মমিনুল হক করেন ৬৪ রান। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন মঈন আলী। ১৯০ রান পর্যন্ত বেশ ভালোই খেলছিল বাংলাদেশ। কিন্তু এরপরেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা।