ইবিতে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

 

ইবি প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সহসভাপতি গ্রুপের কর্মীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের কর্মীরা ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে নিজেদের এক কর্মীকে ধর ধর বলে ধাওয়া দেয়। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশে এসে পৌঁছায়। এ সময় সেখানে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের কর্মীরা বসে ছিলেন। সাগর ও তার কর্মীরা মিজু গ্রুপের কর্মীদের দেখে কটূক্তি করলে মিজু গ্রুপের কর্মী শাহজালাল ইসলাম সোহাগ, বিপুল হোসেন, অনিক, রিয়ন মিয়াসহ ১০-১২ জন কর্মী একত্রিত হয়ে সাগর ও তার কর্মীদের ধাওয়া দেন। পরে সাগর ও তার কর্মীরা পাল্টা ধাওয়া দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে সাদ্দাম হোসেন হলের গেট আটকে দিয়ে ভেতরে অবস্থান নেয়। মিজু গ্রুপের কর্মীরা হলে প্রবেশ করতে না পেরে জিয়াউর রহমান হল মোড়ে অবস্থান নেয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে উভয় গ্রুপের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে সাদ্দাম হোসেন হল শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান সাগর বলেন, আমরা বিরোধীপক্ষকে প্রতিহত করার চেষ্টা করেছি। সহসভাপতি গ্রুপের কর্মী শাহজালাল ইসলাম সোহাগ বলেন, আমরা ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় তারা আমাদের দিকে ধেয়ে এসে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমরা তাদেরকে পাল্টা ধাওয়া দেয়। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বেই পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিষয়টি মিটিয়ে দিয়েছে।