জীবননগর রাজাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর সীমান্তের বিওপি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, রাজাপুর সীমান্তের ৭২/২-এস পিলারের সন্নিকটে রাজাপুর মাঠে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত রাজাপুর বিওপি বিজিবি ও ভারতের আমবাগান বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৪০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আমিরুল ইসলাম বিজিবির পক্ষে অপরদিকে ভারতের ১১৩ ব্যাটালিয়েনর আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আরএন মণ্ডল বিএসএফ’র পক্ষে নেতৃত্ব প্রদান করেন। পতাকা বৈঠকে মাদকদ্রব্যের চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ, উভয় দেশে অবৈধ অনুপ্রেবেশ বন্ধ, ভারতীয় তাঁরকাটা না কাটা এবং সর্বোপরি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ নিশ্চিত করেছেন।

Leave a comment