স্টাফ রিপোর্টার: জীবননগর গয়েশপুরের ঘরজামাই লিটনকে পিটিয়ে জখম করেছে স্থানীয় চার যুবক। গয়েশপুরের পিচমোড়ে তাকে বেধড়ক মারপিট করে যুবকরা। গুরুতর জখম লিটনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দশমী গ্রামের আবুল কাশেমের ছেলে লিটন (২৬) বছরখানেক ধরে শশুরবাড়ি গয়েশপুরেই থাকেন। গত শুক্রবার তিনি নিজবাড়ি দশমী গ্রামে যাওয়ার জন্য বের হন। গয়েশপুর পিচমোড়ে পৌঁছুলে তাকে রাস্তার এক পাশে ডেকে নেন একই এলাকার বিপ্লব। কিছুক্ষণ পরেই একই এলাকার শামীম, জুয়েলসহ চার যুবক এসে বেধড়ক মারপিট করে লিটনকে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম লিটনের স্ত্রী নারগিস বেগম জানান, ওই যুবকদের বিরুদ্ধে বেশকিছুদিন আগে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তাদেরকে ধরতে অভিযান চালায়। এ কারণে তারা লিটনকে মারপিট করেছে বলেও জানান নারগিস বেগম। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।