জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

 

মাথাভাঙ্গা ডেস্ক: সারাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে সপ্তাব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে। চুয়াডাঙ্গায় সাড়ে ১০টার দিকে পৌরসভার আয়োজনে রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রীর মুখে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সি  রেজাউল করিম খোকন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত ডা. এহসানুল হক মাসুম এবং রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনাকুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবজেল হক।

সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, এ বছর চুয়াডাঙ্গা জেলায় কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭শ শিক্ষার্থী ৫ থেকে ১২ বছর বয়সী শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। গত বছর এ সংখ্যা ছিলো ১ লাখ ৬৯ হাজার ৬শ ৫০ জন । ২০০৮ সাল থেকে চালু হওয়া এ কৃমি সপ্তাহের ১৭ তম রাউন্ড ২২ অক্টোবর থেকে  ২৭ অক্টোবর পর্যন্ত এক হাজার ২৭টি বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। গুরুতর অসুস্থদের পরের দিন খাওয়াতে হবে। প্রধান অতিথি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সময় যথাযথ নিয়ম অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরের দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের মুখে একটি করে শক্তিশালী কৃমি নাশক এ্যালবেনডাজল ট্যাবলেট তুলে দেন। কৃমি নাশক সপ্তাহর উদ্বোধনকালে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, ভারপ্রাপ্ত পৌর সেনেটারী ইন্সপেক্টর জামাল উদ্দিন, ইউপিআই টেকনিশিয়ান জুলফিক্কার আলী ও স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জীবননগর পৌরসভায় অবস্থিত স্কুলের ৬ থেকে ১২ বছর বয়সী ৪ হাজার ৫শ শিশুকে একটি করে শক্তিশালী কৃমি নাশক এ্যালবেনডাজল ট্যাবলেট খাওয়ানো হবে বলে জানানো হয়েছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে (শিশু) কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস। সিভিল সার্জন অফিসের হেলথ এডুকেশন অফিসার কাজি রওশন নাহার, জেলা পাবলিক হেলথ নার্স লাইলী বিলকিস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল গনিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এবছর মেহেরপুর জেলায় মোট ৫৯৭টি কেন্দ্রে ৫ থেকে ১২ বছর বয়সী ৯৮ হাজার ৫৬৩ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনরে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্য়ালয়ের আয়োজনে মুজিবনগর মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই ও মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুরা বেগম প্রমুখ। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল বলেন অত্র মুজিবনগর উপজেলায় বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার ৩শ ৮১ জন ৫ থেকে ১২ বৎসর পর্য়ন্ত সকল শিশুদের কৃর্মি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম ও পৌর এলাকায় মডেল স্কুল প্রাঙ্গণে পৌর মেয়র জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সকাল ১০ টায় বলুহর স্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাবউদ্দিন, সেনেটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান মনির, স্বাস্থ্য পরিদর্শক মালিক মিজানুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জাহাঙ্গীর কবির, শিক্ষক বাবুল আক্তার, ক্ষুদে ডা. সাহাদ ও জুঁই। মডেল স্কুলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি আব্দুল মুজিদ খান, উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক  আসাদুজ্জামান, ক্ষুদে ডা. ইমন ও শাহাবউদ্দিন। পৌর মেয়র জাহিদুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার মডেল স্কুলে একমাত্র শিশু শ্রেণি পরিদর্শণ করেন। তিনি শিশুদের মাঝে কিছু সময় কাটান ও তাদের মাঝে চকলেট বিতরণ করেন। স্বাস্থ্য বিভাগ জানায়, এবার ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার ১২৯টি স্কুলে ২৩,৬১৯ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

Leave a comment