রহমান মুকুল: জেলায় আন্তর্জাতিক পর্যায়ের কোনো এনজিও না থাকায় নানামুখি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে পার্শ্ববর্তী জেলাগুলোর থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন। দেশের প্রথম রাজধানী হলেও সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি চুয়াডাঙ্গা জেলায়। উন্নয়নের ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলার পিছিয়ে পড়ার অনেক কারণ রয়েছে। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে এ জেলায় আন্তর্জাতিক কোনো সাহায্য সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা বা আন্তর্জাতিক পর্যায়ের এনজিও’র অনুপস্থিতি তাদের মধ্যে অন্যতম। আশপাশের জেলাগুলোর মধ্যে কুষ্টিয়া সর্বাধিক পুরাতন ও বড় জেলা। এ জেলার কথা বাদ দিলেও চুয়াডাঙ্গা জেলার সাথে পার্শ্ববর্তী ঝিনাইদহ ও মেহেরপুর জেলার তুলনা সঙ্গত কারণেই আসতে পারে। সবচে’ কাছের জেলা মেহেরপুর। মেহেরপুর জেলায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি আন্তর্জাতিক সেবাসংস্থা কাজ করে আসছে। এদের মধ্যে হীড বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, গাংনীতে অবস্থিত জাপানের অর্থে পরিচালিত সন্ধানী হাসপাতাল ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান হীড বাংলাদেশ ১৯৭৪ সাল থেকে দেশের অন্যান্য এলাকাসহ মেহেরপুর জেলায় কাজ করে আসছে। প্রায় ২০টির মত প্রকল্প পরিচালনা করে আসছে হীড বাংলাদেশ। অলাভজনক এ প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মাছচাষ, পশুপালন, বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়ন, প্রকৃতিক সম্পদ সংরক্ষণ, জীব-বৈচিত্র সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র তহবিল গঠণ, পুষ্টি, স্বাস্থ্যবিধি শিক্ষা, পানি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা, এইচ আই ভি (এইডস), গ্রামীণ উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, আর্সেনিক, নারী ও শিশু ইত্যাদি বিষয়ে কাজ করে আসছে। এ সংস্থার বর্তমানে বাস্তবায়িত প্রকল্পসমূহ হল বা সেবাসমূহ হল – ল্যাঙ্গুয়েজ সেন্টার, হীড ইন্টারন্যাশনাল স্কুল, ম্যালেরিয়া কন্ট্রোল প্রগ্রাম, টিবি কেয়ার বাংলাদেশ, মাইক্রোফিনান্স প্রগ্রাম, হীড টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার, প্রোগ্রামড ইনিশিয়েটিভ ফর মঙ্গা এনাডিকেশন, এনরিচ , ভলনারেবল গ্রুপ ডেভেলাপমেন্ট প্রগ্রাম, সাইক্লোন সেল্টার বেজড প্রাইমারি স্কুল, হীড হ্যান্ডিকাফট, সেন্টার ফর ট্রেইনিং আন্ড রিহ্যাবিলিটেশন অব ডেস্টিটিউট উম্যান, হীড গেস্ট হাউজ, ডি ওয়াসা, টিবি কন্ট্রোল প্রগ্রাম, সিডিএমপি এবং হীড প্রিন্টিং প্রেস। ফলে দেশের অন্যান্য জেলার মত মেহেরপুর অঞ্চলের সার্বিক উন্নতিতে বিরাট দায়িত্ব পালন করে চলেছে এ আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে সকল শিশু তাদের অধিকার রক্ষাসহ নানা প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। ভবিষ্যতে যোগ্য ও সম্মানিত নাগরিক হিসেবে গড়ে উঠতে শিশুর সকল অধিকার সম্পর্কে সচেতনতা, অধিক উপার্জনে শিশুর দক্ষতা বৃদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে সাহস ও সততার সাথে সংগ্রাম করে যাওয়ার মনোবৃত্তি সৃষ্টি, শিশুমৃত্যু রোধে পুষ্টি প্রগ্রাম, আর্থিক শোষণ থেকে সুরক্ষা, কিশোরীর বয়ঃসন্ধি সচেতনতা, পথশিশু, দরিদ্র শিশুর খাদ্য সুরক্ষা ও জীবনযাপনের মানোন্নয়নে পরিবারকে উপার্জনক্ষম করা, এতিম শিশু, শিশুকে যৌনহয়রানি থেকে সুরক্ষা, এইচআইভি/এইডস, দুর্যোগগ্রস্ত শিশুর পরিবারে আর্থিক সাহায্য, নারী অধিকার, শ্রমজীবী শিশু, শরণার্থীশিশু, মৎস্য পালন, পশুপালন, হস্তশিল্প উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।
অন্যদিকে চুয়াডাঙ্গার আরেক পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহে টিআইবি, মুসলিম এইড, এইডসহ বেশ কিছু আন্তর্জাতিক সেবাসংস্থা বা এনজিও সে অঞ্চলের মানুষের জীবনমানোন্নয়নে কাজ করে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি স্বাধীন, বেসরকারি, নির্দলীয় এবং অলাভজনক প্রতিষ্ঠান। যা সরকার, রাজনীতি, ব্যবসা, সুশীল সমাজ ও মানুষের দৈনন্দিন জীবনে দুর্নীতি থেকে মুক্ত করার সংগঠন। গণতন্ত্র, ন্যায় বিচার, আইন, সচ্ছতা, জবাবদিহিতা, সততা ও নিরপেক্ষতা শাসনের মান নিশ্চিতকরণে এ সংস্থাটি কাজ করছে। টিআইবির মিশন অনুঘটকের ভূমিকা পালনের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক সামাজিক আন্দোলন জোরদার করার জন্য প্রচার এবং বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে ও সুশাসন, রাজনীতি ও ব্যবসার একটি দর কষাকষি ও সচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যও কাজ করছে। অ্যাকশন এইড ও মুসলিম এইড দারিদ্র বিমোচনসহ নানা বিষয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।
কে না জানে যে, স্থানীয় বেশিরভাগ এনজিওর মুনাফা ব্যবসাই প্রধান প্রকল্প। বলার অপেক্ষা রাখে যে, দেশীয় এনজিও বা সেবা দানকারী প্রতিষ্ঠানের চে আন্তর্জাতিক সংস্থাগুলো অধিক নিষ্ঠা, দায়বদ্ধতা ও কর্মকৌশল প্রয়োগ মাধ্যমে কাজ করে থাকে। এহেন আন্তর্জাতিক মানের এনজিও বা সেবা প্রদানকারী সংস্থার অস্তিত্ব চুয়াডাঙ্গা জেলায় অনুপস্থিত। ফলে সার্বিক উন্নয়নের দিক থেকে দেশের অন্যান্য অঞ্চল এমনকি পার্শ্ববর্তি জেলাগুলো থেকে চুয়াডাঙ্গা জেলা ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে। চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সেবাদানকারী সংস্থার অনুপস্থিতির হেতুকী? এ উত্তর খোঁজাটা এখন চরমভাবে জরুরি হয়ে পড়েছে।