আলমডাঙ্গার বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অবমাননাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অবমাননার বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে আলমডাঙ্গাবাসী। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, গর্ব ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আলমডাঙ্গা বধ্যভূমিকে অবমাননাকারীদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা স্বাধীনতা স্তম্ভ’ ৭১ চত্বরে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও অনলাইন সংবাদপত্র সাম্প্রতিকী ডট কম এ কর্মসূচির আয়োজন করে। স্বয়ম্ভর লাইব্রেরির সহযোগিতায় শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজীর সভাপতিত্বে এবং সাম্প্রতিকী ডট কমের সম্পাদক ও শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সম্পাদক রহমান মুকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোনাহার মণ্ডল, প্রাইম পলিটেকনিট ইন্সটিটিউটের শিক্ষক এমদাদ হোসেন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্রের সহ-সভাপতি  পিন্টু রহমান, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক তাপস রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল ইসলাম, সাহিত্য সম্পাদক ডা. আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, ক্রীড়া সম্পাদক সোহেল রানা শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, কার্যকরী সদস্য জুলকার নাঈন জাকারিয়া হায়দার, আহসান হাবীব, পলাশ মাহমুদ, তবিবুর রহমান, এম রহমান, সাঈদ মাহমুদ, ড্যানি, রব্বানী রুমন, রুদ্র, সাকিল, সাব্বির, রামিন, মহাসিন, তাইজুল, মুকুল হোসেন. শুভ্র, শিবলীসহ বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি। বধ্যভূমি স্মৃতিস্তম্ভের অবমাননাকারীর বিচারের দাবি ফেসবুকের মাধ্যমে কয়েক দিনের ব্যবধানেই খুব দ্রুত দাবানলে পরিণত হতে শুরু করে। ফুঁসে উঠতে শুরু করে এলাকার সচেতন মহল। এরই এক পর্যায়ে গতকাল শুক্রবার বিকেলে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। একই সাথে এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে যোগদান করে স্বয়ম্ভর ক্লাব পাঠাগার। কর্মসূচি শেষে আগামী রোববার অভিযুক্ত কুলাঙ্গারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আলমডাঙ্গার বধ্যভূমিতে নির্মিত বীরঙ্গনা নারীদের ভাস্কর্যের সঙ্গে আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলে কতিপয় যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ নিয়ে কয়েকদিন ধরে আলমডাঙ্গায় তোলপাড় সৃষ্টি হয়।