বারাদি প্রতিনিধি: ইভটিজিং এর প্রতিবাদ করায় মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে রাশিদুল ইসলাম (২৩) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় আহতর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ।
আহতের পিতা শহিদুল ইসলাম জানান, মোমিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিখা খাতুন কোচিং এর ৪০ জন ছাত্রী নিয়ে কলাইডাঙ্গা গ্রাম থেকে বারাদি হটি কালচার সেন্টারে পিকনিকে যান। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই গ্রামের সবুজ, হেলাল ও আশরাফপুর গ্রামের সালাম তাদের উত্যক্ত শুরু করে। এ সময় রাশিদুল ইসলাম বাজার থেকে ঝাল বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তিনি ওই তিনজনকে বাধা দিলে তার ওপর চড়াও হয় বখাটেরা। পরে তাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে মারাত্মক আহত হয় রাশিদুল। এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারের হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন তিনি। মেহেরপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, আহতের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।