জোড়ালাগা যমজ বোন হাসি-খুশিকে পিজি হাসপাতালে ভর্তি

 

জীবননগর ব্যুরো: জোড়ালাগা যমজ বোন হাসি-খুশিকে ঢাকায় নেয়া হয়েছে। অপারেশনের মাধ্যমে আলাদা করার আশা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাশি-খুশিকে তার পরিবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে নেয়।

হাসি-খুশির পিতা মুকুল মিয়া জানান, রাতেই ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার পর দুই শিশু কন্যাকে বিভাগের ১১ নং ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে জোড়ালাগা দু শিশু  আলাদা করার জন্য প্রাথমিক পর্যায়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। এর মধ্যে কিছু পরীক্ষা বাইরে থেকে করাতে হবে। এ জন্য যে টাকা প্রয়োজন তা তাদের কাছে নেই। এ কারণে এখনো পর্যন্ত সব পরীক্ষাগুলো করানো সম্ভব হয়নি। পরীক্ষাগুলো করার পর চিকিৎসকরা আজ শনিবার মেডিকেল বোর্ড বসাবে। তার পর সিন্ধান্ত নেবেন হাসি-খুশিকে আলাদা করা যাবে কি-না? এদিকে পরিবারটি আশা করছেন হাশি-খুশিকে আলাদা করতে তারা সরকারসহ চিকিৎসকদের সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা পাবেন। গত বুধবার জীবননগর শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে মা সীমা খাতুন (২০) জোড়া লাগা বিরল এ যমজ দু কন্যা শিশুর জন্ম দেন। সে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মুদি দোকানি মুকুল মিয়ার স্ত্রী। জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানিয়েছেন, কন্যা শিশু দুজনের বুকের সিনা হতে নাভি পর্যন্ত জোড়া লাগানো। দুটি মাথা, দুটি পা, দুটি হাত ও আদালা যৌনাঙ্গ রয়েছে। এ রোগের নাম কনজয়েন্ট টুইন।