আর্জেন্টিনা ম্যাচ নিয়ে নির্ঘুম ব্রাজিল কোচ!

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ বলে কথা। নিজেদের মাঠে খেলা, রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এ মুহূর্তে শীর্ষেও ব্রাজিল। কিন্তু দলটির কোচ তিতে জানালেন, মেসিদের বিপক্ষে ম্যাচের চিন্তায় ঘুমই হচ্ছে না নাকি তার! বাংলাদেশ সময় আগামী ১১ নভেম্বর ভোরে বেলো হরিজন্তেতে মুখোমুখি হবে দু দল। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে আছে ব্রাজিল। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে চারটি সরাসরি রাশিয়া বিশ্বকাপ খেলবে। পঞ্চম হওয়া দলকে ওশিয়ানিয়া অঞ্চলের জয়ীদের সঙ্গে প্লে-অফ খেলতে হবে বিশ্বকাপের টিকেটের জন্য।

নিজেদের মাঠে আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার জন্য আগামী নভেম্বরে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি অনেক গুরুত্বপূর্ণ। কোণঠাসা হয়ে থাকা আর্জেন্টিনাকে নিয়ে তাই চিন্তাটা বেশি ব্রাজিল কোচের। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের চিন্তায় আমি ঘুমাতে পারছি না। তাদের বিপক্ষে এটি একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এমনকি ম্যাচটির বাড়তি গুরুত্ব রয়েছে; কেননা, এটি একটি ক্লাসিকো। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, দলের বর্তমান পারফরম্যান্স আরও জোরদার করা। সম্প্রতি অনেকগুলো ম্যাচে মেসি চোটের জন্য খেলতে না পারায় বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। বাছাইয়ে বার্সেলোনার ফরোয়ার্ডের খেলা তিনটি ম্যাচই জিতে আর্জেন্টিনা। মেসির না খেলা সাতটি ম্যাচের মাত্র একটিতে জিততে পারে দু বারের বিশ্বচ্যাম্পিয়নরা।