দামুড়হুদার কোমরপুরে জমি নিয়ে সংঘর্ষে রক্তাক্ত জখম ৩ : থানায় মামলা

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কোমরপুর গ্রামে ৬৬ বিঘা জমি নিয়ে দু পক্ষের দাবির মুখে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একপক্ষের লোকজন অপরপক্ষের মওপর অতর্কিত হামলা চালিয়ে ৩ জনকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। মারামারির ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও গ্রামসূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের হাজারি মল্লিকের ছেলে আরজুল্লাহ মল্লিক গং ও আসান আলী মল্লিকের ছেলে গাফফার গঙের মধ্যে ৬৬ বিঘা জমি নিয়ে মাস তিনেক ধরে গণ্ডগোল চলে আসছে। আরজুল্লাহ মল্লিকের দখলে থাকা সমুদয় জমির ১৯৬২ ও ১৯৭৮ সালের রেকর্ড আছে। অপর পক্ষও ৩ মাস আগে ভারত থেকে উল্লেখিত জমির ১৯৪৩ সালের রেকর্ডের ক্ষমতার বলে জোর পূর্বক লোকজন নিয়ে মাঠের জমি দখল করতে যায়। এ নিয়ে উভয় পক্ষের চরম উত্তেজনা মধ্যে গত ৩ দিন আগে আরজুল্লাহ মল্লিক পুলিশের সহযোহিতায় ভুট্টা রোপণ করে। গতকাল সকালে উল্লেখিত জমিতে সেচ দিতে গেলে আরজুল্লাহ মল্লিকের ছেলে আমিনুল ইসলাম ( ৪৮), মাকছেদুল ইসলাম (৪০) এবং আমিনুল ইসলামের ছেলে সাইদুরকে (২৬) দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, দা,  শাবল নিয়ে অতর্কিতভাবে গাফফার গঙের ৫০/৬০ জন মিলে হামলা চালায়। এ ঘটনায় আমিনুল, মাকছেদুল ও সাইদুর মারাত্নকভাবে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে আরজুল্লাহ মল্লিক গং প্রায় শতাধিক লোকজন লাঠিসোঁটা নিয়ে মাঠে গেলে গাফফার গং পালিয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষ খবর পাওয়া পর্ষন্ত কোমরপুর গ্রামে উভয় পক্ষের চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আরজুল্লাহ মল্লিকের ছেলে জাব্বার আলী বাদী দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।