মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় জুডো কোচার সহিদুল হক সহিদ গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না ইলাহে….রাজেউন)। তিনি বাংলাদেশ জাতীয় জুড়ো দলের হয়ে জুড়ো খেলে জাপান, ভারত, শ্রীলঙ্কায়সহ বিভিন্ন দেশে ১১ স্বর্ণ ও ৯ রোপ্য জিতে ছিলেন।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃতি সন্তান জেহালা গ্রামের মৃত ডাক্তার আবু শামার ছেলে বাংলাদেশ জাতীয় জুডো দলে কোচার সহিদুল হক সহিদ (৪৬) গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ৪ ভাই ৩ বোনের মধ্যে বাবা মায়ের মেজো সন্তান ছিলেন। মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আজ সকাল ১০টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানিয়েছে। উল্লেখ্য জুডো কোচার সহিদুল হক সহিদ দৈনিক দিনকাল ও দৈনিক নিউনেশন প্রত্রিকার জেলা প্রতিনিধি মিজানুল হক মিজানের ছোট ভাই।