জীবননগর পৌরসভায় নলকূপের দরপত্রে ৩৫ ভাগ নিম্নদর!

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় বিভিন্ন স্থানে ২৫টি নলকূল স্থাপনের গতকাল বুধবার ছিলো দরপত্র দাখিলের শেষ দিন রেক কোটেড পদ্ধতির এ টেন্ডারে ৩৫.২০ ভাগ নিম্নদর দিয়ে কাজ পেয়েছেন মেসার্স সাগর কুমার বিশ্বাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। বিপুল অংকের এ নিম্নদরে তিনি কীভাবে ১০ লক্ষাধিক টাকার এ প্রকল্পের কাজ তুলবেন সেটিই এখন সকলের নিকট জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে।

জীবননগর পৌরসভা সূত্রে জানা যায়, জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডেও বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২৫টি তারা নলকূপ স্থাপনের জন্য ঠিকাদারদের নিকট থেকে দরপত্র আহ্বান করা হয়। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০ লাখ ১ হাজার ১৭৩ টাকা। প্রতিটি টিউবওয়েল স্থাপনের ব্যয় ধরা হয় ৪০ হাজার ৪৫ টাকা ৯২ পয়সা। জীবননগর পৌরসভা ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে সিডিউল বিক্রি করা হয়। মঙ্গলবার ছিলো সিডিউল বিক্রির শেষ দিন। এ দিন জীবননগর পৌরসভা থেকে ৩৭টি ও জেলা প্রশাসকের কার্যালয় হতে ৩টিসহ ৪০টি সিডিউল বিক্রি হয়। গতকাল ছিলো দরপত্র দাখিলের শেষ দিন। ৪০টি সিডিউল বিক্রি হলেও এদিন মাত্র ১৩ জন ঠিকাদার ১৩টি সিডিউল ড্রপিং করে। গতকালই দরপত্র খোলা হয়। এতে ৩৫.২০ ভাগ নিম্নদর দিয়ে কাজটি বাগিয়ে নেয় ঠিকাদার মেসার্স সাগর কুমার বিশ্বাস। অধিক নিম্নদর দিয়ে কাজ বাগিয়ে নেয়া হলেও কীভাবে এ কাজ তোলা সম্ভব; না-কি এর অন্তরালে অন্য কিছু আছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য ঠিকাদারসহ খোদ পৌরসভার একাধিক ব্যক্তি।