চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট তালতলা ও হাজরাহাটি চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তালতলা ও হাজরাহাটি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনালে চুয়াডাঙ্গা সদরের হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপরদিকে বিকেল ৪টায় একই ভেন্যুতে বঙ্গবন্ধু মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনালে চুয়াডাঙ্গা সদরের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার মুচাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উড়িয়ে দিয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। তালতলার পক্ষে একমাত্র গোলটি করেন নিরব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। খেলায় উৎসাহ ও প্রেরণা দেয়ার জন্য বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে সেরা খেলোয়াড়দের মায়েদের জন্য ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে উপহার স্বরূপ ডায়মন্ড নাকফুল দেয়া হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দার।