আলমডাঙ্গা শ্যামপুরের মুকুল হোসেনের আর বিদেশ যাওয়া হলো না

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শ্যামপুর গ্রামের মুকুল হোসেন আর বিদেশ যাওয়া হলো না। গরমে টেবিল ফ্যানের প্লাগপিন লাগাতে গিয়ে বিদ্যুতস্পষ্ট হয়ে মারা যান। গতকাল সোমবার দুপুরে নিজ ঘরে গিয়ে ফ্যান দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, উপজেলার আলমডাঙ্গার শ্যামপুর গ্রামের মৃত বুদুই মণ্ডলের ছেলে মুকুল হোসেন (৩৮) কয়েক দিন বাদেই বিদেশ চলে যাবে। বিদেশে যাওয়ার জন্য মাজিলা গ্রামে তার শ্বশুরের নিকট কয়েক লাখ টাকা দিয়েছেন। মুকুলের বিদেশ যাওয়ার দিনও ঠিক হয়েছে। গতকাল মুকুল তার শ্বশুর বাড়ি মাজিলা গ্রাম থেকে দুপুরের দিকে বাড়িতে আসে। বাড়ি ফিরে গরম লাগছে তাই ঘরে গিয়ে টেবিল ফ্যানের পিন প্লাগের মধ্যে লাগাতে গেলে প্লাগ খুলে তার দেহর ওপর পড়ে। সাথে সাথে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়ে পড়েন। এ সময় তাকে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ক্লিনিক থেকে পরে হারদী হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালের ডাক্তার মৃত বলে জানান।  মুকুলের স্ত্রী ও ২ মেয়ে সন্তান রয়েছে। সন্ধ্যায় তার লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।