মেহেরপুর অফিস: চির নিদ্রায় শায়িত হলেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা, দৈনিক মানবকন্ঠ, এটিন বাংলা ও এটিএন নিউজের মেহেরপুর প্রতিনিধি এবং জাতীয় সংবাদপত্রের মেহেরপুরের বিক্রয় প্রতিনিধি আতিকুর রহমান টিটু। গতকাল রোববার ভোর ৫টায় রাজধানী ঢাকার স্কায়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি এক ভাই, এক বোন এবং স্ত্রী, ৩ কন্যা, ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসের দিকে তার অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়ে। তিনি ভারতের মুম্বায়ের টেম্বুর সুসরাত ক্যান্সার ইন্সটিউটের ডা. আদভানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন এবং ১০/১২ দিন আগে চিকিৎসার জন্য ঢাকা যান। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন ঢাকার মগবাজারে মরহুমের বড়ভাই আক্তার হোসেন রিন্টুর বাসভবনের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার নামাজে জানায় এটিএন বাংলা ও এটিএন নিউজে কর্মরত সাংবাদিক কলা-কুশুলি ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার লাশ মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসে।
তার মৃত্যুর সংবাদ শুনে সকালে মেহেরপুরের সাংবাদিকসহ তার শুভাকাঙ্ক্ষীরা মর্মাহত হন। এ সময় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এদিকে বেলা ১১টায় মেহেরপুর প্রেসক্লাবে এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ দিনের শোক ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে কালো ব্যাচ ধারণ, শোক বইয়ে স্বাক্ষর, প্রেসক্লাবে সামনে কালো পতাকা উত্তোলন ও শোকার্ত ব্যানার টাঙানো এবং তৃতীয় দিনে মিলাদ মাহফিল ও দোয়া করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সন্ধ্যা টিটুর লাশ মেহেরপুরে তার নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় সেখানের এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। রাত সাড়ে ৮টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যাগে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, উপদেষ্টা তুহিন আরণ্য, কামারুজ্জামান খান, মরহুমের ভাই আক্তার হোসেন রিন্টু ফুফাতো ভাই মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ। এ সময় নামাজে জানাজায় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, বিশিষ্ট সাংবাদিক ও জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট রফিক-উল আলম, চুয়াডাঙ্গার বিশিষ্ট সাংবাদিক আজাদ মালিতা, শাহ আলম সনি, রাজিব হাসান কচি, আতিয়ার রহমানসহ মেহেরপুর-চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঢাকার সাংবাদিক ও সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের স্বজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তার সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
এদিকে টিটুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন প্রমুখ।