পদত্যাগ করবেন না সালাউদ্দিন

স্টাফ রিপোর্টার: মতিঝিল বাফুফে ভবনের সামনে ফুটবল সমর্থকদের বিক্ষোভ মিছিল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত। আর ভবনের ভেতরে? ভেতরে সংবাদ সম্মেলন করে কাজী সালাউদ্দিন জানিয়ে দিলেন পদত্যাগের কোন ইচ্ছেই নেই।
ফুটবলের এই দুর্দিনে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু পদত্যাগ করার কোনো ইচ্ছায় তার নেই। ভুটানের সঙ্গে হারের পর এই প্রথম গণমাধ্যমে মুখ খুললেন কাজী সালাউদ্দিন। ভুটানের সঙ্গে এমন বিপর্যয় ঘটবে, সেটা নাকি তিনি আগেই জানতেন, ‘অবশ্যই এটা আমাদের ফুটবলের জন্য খুব দুঃখের সময়। আপনারা এ বাজে পারফরম্যান্স দেখে যতো কষ্ট পেয়েছেন, আমরাও ততটাই পেয়েছি। তবে আমরা এটা নিয়ে কাজ করছি। এটা নিয়ে আমরা চিন্তিত। আমি এ হার আগেই অনুমান করেছিলাম। কারণ জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, ফুটবলারদের পারফরম্যান্স ও লিগের কাঠামো দেখে আমার মনে হয়েছিল ভুটানে আমরা জিতবো না।’

Leave a comment