নিষিদ্ধ হতে পারে বিদেশি ফুটবলার

 

স্টাফ রিপোর্টার: বিদেশি ফুটবলার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে বাফুফে। আগামীলিগে বিদেশি ফুটবলার আমদানি বন্ধ করার পক্ষে মত দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনের পর সালাহউদ্দিন তার কক্ষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিদেশি ফুটবলার প্রসঙ্গটি উঠে আসে। সালাহউদ্দিন বললেন, দু বছরের জন্য বিদেশি ফুটবলার বন্ধ করে দেবো। প্রশ্ন উঠেছে বিদেশি ফুটবলার বন্ধ করলে ভালো হবে কিনা।

জাতীয় দলের পারফরম্যান্স প্রসঙ্গে জাতীয় দলের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কথা উঠছে। সাথে কথা উঠছে বিদেশি ফুটবলারদের আধিক্যের কারণে বাংলাদেশের ফুটবলারদের জায়গা কমে যাচ্ছে। সাইড লাইনে বসে থাকতে হচ্ছে। এখন লিগের খেলায় একটা ক্লাব ৫ ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারে। ৩ ফুটবলার খেলাতে পারবে। গত মরসুমের চেয়ে চলতি মরসুমে বিদেশি ফুটবলারদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তাতেও বাংলাদেশের ফুটবল সুফল পায়নি। এখন এই সংখ্যাটাও তুলে দিয়ে পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষে সালাহউদ্দিন।