স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গতকাল রোববার সন্ধ্যায় টেস্ট ম্যাচের জন্য ১৪ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন স্কোয়াডে রয়েছেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান।
তবে ধারাবাহিকভাবে ভালো খেলেও দলে ডাক পাননি শাহরিয়ার নাফীস। আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা।