মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে বেদনা বিধূর পরিবেশ : সহপাঠীরা ঝরালো অশ্রু

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্র ওয়াহিব আবরার আসিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গতকালও দোয়া মাফিলের আয়োজন করা হয়। গতকাল সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভায় তার সহপাঠীদের মধ্যে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। শিক্ষকমণ্ডলীয় বলেন, আসিফের মতো মেধাবী শিক্ষার্থী ছিলো আমাদের গর্ব।

               জানা গেছে, দোয়া মাহফিলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা সভাপতিত্ব করেন। স্মরণসভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, সিনিয়র শিক্ষক গোলজার হোসেন, আবুল কাশেম, ওবাইদুর রহমান, পরিচালনা কমিটির সদস্য কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মজিবর রহমান, নিহত আশিফের পিতা আমিরুল ইসলাম ওরফে আমির মাস্টার, নিহতের বোন রংপুর মেডিকেল কলেজ ছাত্রী আকিলা আনজুম নিভা প্রমুখ। দোয়া ও অনুষ্ঠান পরিচালনা করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ঈমাম আব্দুর জব্বার। এছাড়া মরহুমের দোয়া মাহফিলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাব বৃন্দ উপস্থিত ছিলেন।zia_15-10-2016-1

উল্লেখ্য, ওয়াহিব আবরার আসিফ গত ১৩ অক্টোবর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ট্রাক চাপায় নিহত হয়।