বাংলাদেশের সার্ক সম্মেলন বর্জন গ্রহণযোগ্য নয় : দুদু

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সার্ক সম্মেলন বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত ও পাকিস্তানের কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে ভারত সার্ক সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছে। পাশাপাশি বাংলাদেশ ভারতকে সমর্থন জানিয়েছে; যা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।  গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘সার্ককে অকার্যকর করার চক্রান্ত রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনাসভায় দুদু একথা বলেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদিকা হেলেন জেরীন খান প্রমুখ।

দুদু বলেন, সার্ক সম্মেলনের মতো প্রতিষ্ঠিত সংগঠনের সম্মেলন বর্জন করে প্রধানমন্ত্রীর অন্য কোন সংস্থার সম্মেলনে যাওয়ার কোনো অর্থই হয় না। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত শত বছরের। তার সফরকালে যেসব সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলো বাংলাদেশের অর্থনীতি এবং ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।