প্রতিবন্ধীদের সম্পদে রূপান্তরিত করে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে

চুয়াডাঙ্গায় বিশ্ব শাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে মধ্যেলি ও আলোচনা সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার: ‘শাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে মধ্যেলি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য মধ্যেলি বের করা হয়। মধ্যেলিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

চুয়াডাঙ্গা সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক মনোজ কান্তি রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, প্রতিবন্ধী সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. সেলিম রেজাসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজ তথা দেশের বোঝা নয়। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব। প্রতিবন্ধীদের দেশের সম্পদে রূপান্তরিত করতে হবে। তাই তাদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। পরে ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করেন অতিথিবৃন্দ।