চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী আকুন্দবাড়িয়া বলদিয়া, জয়নগর ও সুলতানপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল পরিত্যক্ত অবস্থায় আটক করেছে। আটককৃত মালামালের মূল্য প্রায় বার লাখ বিশ হাজার পাঁচশত আশি টাকা। এসব মালামালের মধ্যে রয়েছে- সুখিবড়ি, মোটরসাইকেল, ফেনসিডিল, ভারতীয় উন্নতমানের শাড়ি, মদ ও বিভিন্ন প্রকার কসমেটিক। গতকাল মঙ্গলবার রাতে এসব মালামাল আটক করা হয়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক আমির মজিদ জানান, মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ৪ হাজার ৫৫০ পাতা সুখিবড়ি আটক করে। একই রাত ২টার দিকে দামুড়হুদার নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়া বটতলা থেকে ১টি মোটরসাইকেলসহ ৬ বোতল ফেনসিডিল আটক করে। রাত ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার জয়নগর গ্রামের কবরস্থান থেকে ১০২টি উন্নতমানের শাড়ি ও ২৩টি উন্নত মানের ল্যাহাঙ্গা আটক করে। একই  রাতে দামুড়হুদার মদনা বিওপির টহল কমান্ডার নায়েক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বড়বলদিয়া গ্রামের ঈদগা মাঠ থেকে ৩০ বোতল মদ এবং ১০ বোতল ফেনসিডিল আটক করে। ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার সুলতানপুর নদীরঘাট থেকে ৬৮৪টি ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক আটক করে।