জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

 

মাথাভাঙ্গা মনিটর: তিন ম্যাচের টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর প্রথম ওয়ানডেতেও জয় পেয়েছে পাকিস্তান। গত শুক্রবার শারজায় বৃষ্টিভেজা ম্যাচে ১১১ রানের বিশাল জয় তুলে নেয় দলটি। বৃষ্টির দরুন ৫০ ওভারের ম্যাচ কমে আসে ৪৯ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৯ ওভারে ২৮৭ তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৮.৪ ওভারে অলআউট হয় ১৭৫ রানে। মারলন স্যামুয়েলস ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। হাসান আলী (৩/১৪) ও মোহাম্মদ নওয়াজ (৪/৪২) মিলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ধস নামান। এরআগে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান বাবর আজমের প্রথম ওয়ানডে শতকে প্রায় ৩০০ ছুঁই ছুঁই সংগ্রহ দাঁড় করায়।

তার সঙ্গে যোগ হয় বাঁ-হাতি ওপেনার শারজিল খানের তৃতীয় হাফ সেঞ্চুরি (৪৩ বলে ৫৪)। এ দু’জনের পর উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের ৩৫ এবং ইমাদ ওয়াসিমের ২৪ বলে ২৪ পাকিস্তানকে ৪৯ ওভারে ২৮৪/৯-এ পৌঁছে দেয়। তিনটি উইকেট নেন ডান-হাতি ক্যারিবীয় পেসার কার্লোস ব্রাফেট।