চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি শুক্রবার থাকছে শিশুদের বিনোদনের ব্যবস্থা : ভর্তি শর্তে আনা হয়েছে পরিবর্তন।

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি শুক্রবার থাকছে শিশুদের বিনোদনের জন্য রকমারী রাইডার ব্যবস্থা। চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনউজ্জামান বলেন, চুয়াডাঙ্গার সকল অভিভাবকদের সুবিধার জন্য সাঁতার প্রশিক্ষণের কোর্স ফিস ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ক্লাস ডিউরেশন একই থাকবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি থেকে ৫ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাহী অফিসার আরো বলেন, সবাই যাতে জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এ প্রশিক্ষণটি গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই এ সংশোধনী আনা হয়েছে। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন ও মোহামেডান স্পোটিং ক্লাবের নিজেস্ব জমিতে শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সাঁতার প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক অভিভাবকদের চুয়াডাঙ্গা সদর  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। প্রথম ব্যাচের ভর্তির শেষ সময় ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।