আলমডাঙ্গার কৃর্তি সন্তান অবসরপ্রাপ্ত বিচারপতির মৃত্যুতে শোক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানাপাড়ার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রাজ্জাক নান্নু মিয়া আর নেই (ইন্না লিল্লাহে…রাজিউন)। তার আকস্মিক মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ি ভোদুয়াসহ আলমডাঙ্গার বয়ঃজৈষ্ঠ মহলে শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। গতকালই বাদ মাগরিব জানাজা শেষে মরহুমের লাশ ঢাকার মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়েছে।

বিচারপতি (অব.) আব্দুর রাজ্জাক নান্নু মিয়া ১৯৪৪ সালে আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামের মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম হাজি আহমেদ মিয়া। সমগ্র ছাত্রজীবনে তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন বলে জানা যায়। শিক্ষাজীবন শেষে তিনি বিচার বিভাগে যোগদান করেন। গত বছর বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। দীর্ঘ বছর ধরে তাদের পরিবারের অন্যান্যরা এখানে বসবাস করে আসছেন। চাকরির সুবাদে তিনি পরিবারসহ ঢাকার মিরপুর-২ নং এ অবস্থিত নিজ বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-পরিজন রেখে গেছেন। তার মৃত্যুসংবাদ আলমডাঙ্গায় পৌঁছুলে মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আমেরিকা প্রবাসী ছোট ভাই আব্দুল মান্নান রতন সকলের নিকট দোয়া চেয়েছেন।